এখন বিয়ের মরশুম, ভালবাসার মরশুম।
চারিদিকে বিয়ের রমরমা, হুল্লোড়,
বিয়ের সানাইয়ের সুর শোনার অপেক্ষা,
বিয়েবাড়িতে ফুলসাজ, বেলুনসাজ।

বিবাহ আসে, বিবাহ যায়,
বিয়ের মরশুম আসে যায়,
কিন্তু ভালবাসা আর ফেরে না।
যতই বলি, ভালবাসার জয় হোক,
ভালবাসা আর ফেরে না,
ভালবাসার আর জয় হয় না।
ভালবাসতে গিয়ে আজও হতে হয় অভিযুক্ত,
প্রেমিকদের কাছে হতে হয় অপমানিত।

তাই এখন মনে হয় —
বিয়ে করে কী লাভ তাহলে?
তবু কেন বিয়ে নিয়ে মাতামাতি?

বিয়ে করার চেয়ে ভালো
সারাজীবন একলা হয়ে থাকা,
আত্মপ্রেমিক হওয়া।
এতেই সুখ, স্বাচ্ছন্দ্য।


(০৪/১২/২০২৩)