১
তোমাকে আর আমাকে নিয়েই গণতন্ত্র,
তোমার মতো আমারও আছে কিছু অধিকার।
কিন্তু তুমি সেই অধিকার কেড়ে নাও,
আমাকে তোমার বিদ্রুপ সইতে হয় বারবার।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাসক-বিরোধী পক্ষ—
আমি কিছু বললেই তুমি করো কটাক্ষ।
২
আমি যদি প্রশ্ন করি, "হচ্ছেটা কী?"
তুমি তো দেখছি দিতে চাও না জবাব।
তুমি বরং ভারী নীরব, তোমার কানে তুলো,
এটা তোমার প্রতিনিয়ত খুব বাজে স্বভাব।
আমি করি এর নিন্দা, করি প্রতিবাদ,
তুমি তার বদলে আমায় দাও অপবাদ।
৩
আমি তোমার বিরুদ্ধে গান-কবিতা লিখি,
করি মিছিলের আয়োজন, বানাই ভিডিও।
তুমি সবকিছুই নিমেষে বন্ধ করে দাও,
কিন্তু আসলে তুমি ব্যর্থ— জেনে নিও।
তুমি যত শক্তিশালী, আমরা বেশি তার চেয়ে।
যাব আমরা তোমার বিরুদ্ধে গান গেয়ে।
৪
কণ্ঠরোধ করবে? করো। ধরে পুরে দাও জেলে।
তবু আমরা রাখব বুকের ভেতর আগুন জ্বেলে।
আছে আমাদের সবার গণতান্ত্রিক অধিকার,
ধারের কাছে আসবে না— তোমায় রাখলাম বলে।
আমি করি বিরোধীতা, তুমি দাও গালাগালি—
আমাদের এ যুদ্ধে গোটা দেশ জুড়ে হাততালি।
৫
কার জিত, কার হার— হিসেব হবে পরে,
দিনবদল, পালাবদলের বার্তা পৌঁছে যাবে
আমাদের সবার কাছে, এই বৃহৎ দরবারে,
তোমার শয়তানির কথা সব মনে রাখা হবে।
মোরা সমান মর্যাদা পেলে তবেই দেশের ভালো।
মোরা এগিয়ে এলে অন্ধকারে জ্বলে উঠবে আলো।
(০৮.০৭.২৪)