সর্ববৃহৎ গণতন্ত্রে আমাদের জন্ম।
তার নাম --- ভারতবর্ষ।
আমরা ভারতের নাগরিক।
যত বড় হচ্ছি, বুঝছি ---
ভারত শুধু সর্ববৃহৎ গণতন্ত্র নয়,
সন্ত্রাসে আক্রান্ত দেশও বটে।

ভারতে আজ বিপন্নতা, শ্মশানের নীরবতা।
আমাদের দেশ স্বাধীন, তবুও সে বিপন্ন।---
নূন্যতম বাঁচার অধিকার নেই।
নেই শিক্ষা, নেই উন্নয়ন।
নেই প্রকৃত গণতন্ত্র, সমাজতন্ত্র।
ফ্যাসিজম ও ক্যাপিটালিজমের আক্রমণ
দেশের মাটিতে প্রস্ফুটিত।
যুবসমাজের জোটে না চাকরি।
গরীবের পেটে থাকে না দুটো ভাত।
শ্রমিকের নেই কাজের বেতন।
মানুষ কী খাবে?
কোনো ধারণা নেই।
নেতাজী, লেনিন ---
তাদের মতো প্রকৃত রাজনীতিবিদদের বড্ড অভাব।
রাজনীতিবিদরা শুধু রাজনীতি করে
মানুষ নিয়ে, ধর্ম নিয়ে।
মানুষের শান্তিতে বাঁচার অধিকার নেই।
এইজন্য ভারত আজ বিপন্ন।

হে ভারতের নাগরিকগণ,
তোমরা ভয় পেও না।
বর্তমান অবস্থার অবসান ঘটবেই।
ফিরে আসবে প্রকৃত গণতন্ত্র।
ফিরে আসবে সমাজতন্ত্র।
সব ঠিক হয়ে যাবে।
আমরা চাই ভারতের প্রকৃত স্বাধীনতা।।


(21.04.2022)