এ দেশ বিপন্ন।
           বিপন্ন গণতন্ত্র।
যেখানে মানুষের বাঁচার অধিকার নেই,
যেখানে শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ নেই,
যেখানে শুধুই দাঙ্গা, ধর্ষণ, গণঅত্যাচার—
এমন দেশ আমরা চাই না।
আমরা চাই নতুন দেশ।
আমরা চাই বিপ্লব।
         এমন বিপ্লব চাই—
  যা মানুষের সমানাধিকার ফিরিয়ে দেবে,
                  যা সকলের হাতে কাজ দেবে,
যা সকলকে শিক্ষা, স্বাস্থ্যের সুযোগ দেবে,
যা দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করবে।
যারা দেশের পরিবর্তন চান,
আসুন, একসাথে সবাই আসুন,
বিপ্লবের নেতৃত্ব দিয়ে
দেশের মানুষকে নতুন করে জাগিয়ে তুলি।
          জাগরণের গান গাই।
        পরিবর্তনের গান গাই।
প্রকৃত স্বাধীনতার গান গাই।


(21.10.22)