১৬ই ডিসেম্বর ১৯৭১-এর কথা।
পশ্চিম পাকিস্তানের দুঃশাসনে
তখন পূর্ব পাকিস্তানের আকাশে দুর্যোগের ঘনঘটা।—
শোষণ, অত্যাচার, মৃত্যু।
বাঙালির হাহাকার — "স্বাধীনতা চাই!!!"
সেই শোষণ থেকে মুক্তির জন্য
বাংলার সহযোগিতায় ভারত লড়াই করে
হিংস্র পাকিস্তানের সঙ্গে।
শুরু হয় মুক্তিযুদ্ধ।
সেই যুদ্ধে জয়ী হয় ভারত,
পাকিস্তান মানে হার,
পূর্ব পাকিস্তান স্বাধীন হয়,
বাংলাদেশ নামক নতুন দেশ গঠিত হয়।
বাঙালির মুখে ফোটে হাসি, আনন্দের গান।
নতুন সূর্য ওঠে বাংলার বুকে।
অন্ধকারের অবসান হয়।

সেই গৌরবময় ঐতিহাসিক দিনকে
মনে করার সময় এই ডিসেম্বর।
প্রণাম বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের
প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে।


(17th December 2021)
কলকাতা