(শেষ লাইনটাই হল কবিতার উপসংহার। এটা ভারতের বিচারব্যবস্থারও উপসংহার। সাম্প্রতিক নারীধর্ষণের প্রতিবাদে যতই আমরা বলি না কেন "উই ওয়ান্ট জাস্টিস", আমার মনে হয় "জাস্টিস" কখনো পাওয়া যাবে না। এদেশের বিচারব্যবস্থা বেকার, ফালতু। Justice has become a joke)
সুটিয়া বিচার চায়
গণধর্ষণের,
বরুণ বিশ্বাসের ওপর হামলার।
সিঙ্গুর বিচার চায়,
নন্দীগ্রাম বিচার চায়
কারখানা তৈরি হতে না দেওয়ার।
কলকাতা বিচার চায়
সুদীপ্ত, আনিস, মঈদুল-দের মৃত্যুর,
উন্নয়নের নামে দুর্নীতির,
মানুষকে নিয়ে খেলার,
চাকরিপ্রার্থীদের বহু বছরব্যাপী আন্দোলনের।
সারা ভারত বিচার চায়
ধর্ম, জাত, সম্প্রদায় নিয়ে মাতামাতির,
নরনারীর ভ্রুণহত্যার,
লাভ জিহাদের,
পাকিস্তানের আক্রমণের।
সারা বিশ্ব বিচার চায়
ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের,
রুশ-ইউক্রেন যুদ্ধের।
সবাই বিচার চায়, কিন্তু বিচার কেউ দিতে পারে না।
(০৯/১১/২৩)
কলকাতা