গতকাল টিউশনে
আমার এক বন্ধু প্রশ্ন করেছিল—
"কখনো যদি এমন পরিস্থিতি আসে,
যখন কেউ বলবে—
"তোকে বিয়ে করতেই হবে ",
তখন তুই কী বলবি?"
আমি বলেছিলাম —
"আমি বলব— "না!""
— "আবার যদি বলে—
"তোকে বিয়ে করতেই হবে"?"
— "তবুও বলব, "না।""
আমি হাজার বার বলব, "না।"
"বিয়ে" জিনিসটা খুব ক্ষতিকর —
একবার যদি বিবাহিত হও,
তুমি যাকে ভালোবাসো,
সে তোমাকে বঞ্চিত করবে,
তোমাকে মেরে ফেলবে,
তোমাকে নিয়ে মিথ্যে অভিনয় করবে।
সুতরাং,
কেউ যদি বিয়ে করতে বলে,
তা অস্বীকার করো,
কাউকে বিয়ে করতে যেও না।
যদি করো,
তুমি বিপদে পড়ে যাবে।
সাবধান......
(০২.০৬.২৩)