আমরা ২১শে ফেব্রুয়ারীকে মনে রাখলেও
ভুলে গেছি ১৯শে মে-কে।

আমরা জেনেছি—
বাংলা ভাষার জন্য আন্দোলন
বাংলাদেশের ঢাকায় ঘটেছিল,
কিন্তু এটা জানিনি —
এদেশেও হয়েছিল ভাষা আন্দোলন—
অসম রাজ্যের শিলচরে।

আমরা বরকত, জব্বার-দের মনে রাখলেও
ভুলে গেছি
সুনীল সরকার, কমলা ভট্টাচার্য-দের।

আমরা একেবারেই ভুলে গেছি ১৯শে মে-র কথা।

গান গাওয়ার সময় এসেছে —
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো উনিশে মে
সকলে এখন ভুলেছে।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ উনিশে মে
সকলে এখন ভুলেছে।
আমার সোনার বাংলার রক্তে রাঙ্গানো উনিশে মে
সকলে এখন ভুলেছে...."


(১৭/০৫/২০২৩)