ছোটবেলায়
নিজের দেশকে ভালবাসতাম খুব,
গর্ব করে বলতাম —
"মেরা ভারত মহান।"
কিন্তু এখন
লজ্জা করে
          দেশের জন্য,
দেশের মানুষের জন্য,
      পরিস্থিতির জন্য।
নিজের দেশকে এখন "মহান" বলতে ইচ্ছে করে না —
এত মৃত্যু,
এত রক্ত,
এত সন্ত্রাস,
এত রাজনীতি।
বাকি দেশগুলো কী ভাববে এসব দেখে?
ভাববে—
আমরা নতুন দেশ গড়তে পারব না।
তাহলে
ওরা আমাদের চোখে আঙুল দেখাবে,
আমরা সম্মান হারাব।

গত পরশু রাতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল —
এখনো সে নিয়ে গোলমাল চলছে।
কী জানি
ট্রেনযাত্রীদের ভাগ্যে কী লেখা ছিল।
ওরা হয়তো ভেবেছিল—
ট্রেন জার্নিটা ওদের ভালো লাগবে।
কিন্তু
দুটো রেলগাড়ি ও এক মালগাড়ি ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই—
গাড়িগুলো ভাঙচুর,
যাত্রীদের প্রাণ গেছে।
ওদের পরিজনরাও হয়তো ভেবেছিল —
তারা ওদের ফিরে পাবে,
ওরা শান্তিতে বাড়ি পৌঁছবে।
কিন্তু, কপালটাই খারাপ তাদের।
তারা কাঁদছে,
যাত্রীরা কাঁদছে,
দেশবাসীরা দুঃখ করছে তাদের জন্য।
তবু, এ নিয়ে চলছে রাজনীতি —
বিরোধী নেতারা রেল মন্ত্রককে দোষ দিচ্ছে।

দুর্ঘটনার খবরটা হয়তো
ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
কেউ ভাববে নিশ্চয়ই —
বাকি দেশগুলোর কী প্রতিক্রিয়া থাকবে?
কিছু দেশের মানুষ বলবে যে,
আমাদের সরকার এই ঘটনার তোয়াক্কাই করে না।
এমন প্রতিক্রিয়া থাকতেই পারে।

মানে—
যে দেশকে আমরা স্বর্গলোক বলে ভালবাসতাম,
সেই দেশ এখন নরকে পরিণত।
নিজের দেশের জন্য খুব খারাপ লাগে।
নিজেকে দেশবাসী বলে মানতে লজ্জা করে —
এত মৃত্যু,
এত রক্ত,
এত সন্ত্রাস,
এত রাজনীতি।


(04.06.23)
ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গে লেখা