পর্ব ১

সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন —
"... ভালবাসার কোনো জন্ম হয় না,
                                   মৃত্যু হয় না।"
কিন্তু আজ
ভালবাসার অকাল প্রয়াণ ঘটেছে।
ভালবাসা এখন প্রয়াত,
কিন্তু ফিরে আসতে চাইছে না।
মানুষ কি হৃদয়হীন?
মানুষ কি ভালবাসতে জানে না?
সত্যিই যদি ভালবাসার জন্ম-মৃত্যু না হয়,
তবে কেন ভালবাসাকে মেরে ফেলা হচ্ছে?
কেন ভালবাসার ফুল শুকিয়ে গেছে?
কেন ভালবাসার ফল ফলে না?
কেন ভালবাসার সূর্য উদিত হয় না?
ভালবাসা এখন স্বর্গে, নরকে,
কিন্তু পৃথিবীতে নেই।
সে প্রতিজ্ঞা করেছিল একদিন —
আর আসবে না।
তাই, সে হারিয়ে গেছে।


(০৫/০৫/২০২৩)
******************************
পর্ব ২

আমি যেদিকে যাই,
যেদিকে থাকি,
প্রতিবারই দেখি ছেলেমেয়েদের।
ওরা শহরে আনাগোনা করে
একসাথে মিলেমিশে।
কেউ হাতে হাত রেখে চলে,
কেউ চুমু খায়।
ওদের প্রেম আছে,
ওদের ভালবাসা আছে,
কিন্তু হায়—
মানুষের ভালবাসা নেই
এই তথাকথিত সমাজে।
মানুষ ধর্ষণ করে,
মানুষ খুন করে,
মানুষ ছলনাময়।
ঘটে প্রেমের শহরে ঘৃণার বিপর্যয়।
"মানুষের ভালবাসা
মানুষেরই কাছে ছিল দামী একদিন।"
এই মুহূর্তে —
সেই ভালবাসার দাম হারিয়ে গেছে।
এখন শুধু মানুষের "ঘৃণা"
মানুষের কাছে দামী।
হায়—
ভালবাসা হারিয়ে গেছে।


(১৫.০৬.২৩)