কেউ বলে—
আমরা ভালোই আছি।
কেউ বলে—
আমরা ভালো নেই।
আমি বলি—
আমরা সবাই
ভালোও আছি, খারাপও আছি।
এভাবেই কাটছে জীবন।
এভাবেই বেঁচে আছি আমরা।


(১৬.০৯.২৩)