এসে গেছে পুজো প্রতিবারের মতো
আগমনী বার্তা নিয়ে, শীতের হাওয়া নিয়ে,
যে হাওয়া জানান দেয়— শীত আসছে।
(শীত আসতে দেরী আছে।)
এরই মধ্যে
আমার মনের মধ্যে ঝাঁকুনি দেয়
ফেলে আসা তোমার কাছে ফেরার ইচ্ছে।
দিনক্ষণ হয়ে গেছে ঠিক।
রয়েছি তোমার কাছে যাওয়ার দিনের অপেক্ষায়।
তবু ঝাঁকুনি থামছে না।
তবে সেই ঝাঁকুনির মধ্যে আছে কিছু আক্ষেপ।
আমার পুরানো শহর, আমার পুরানো বাড়ি হে কলকাতা,
তোমার বুকে আজও জ্বলছে আগুন,
সেই আগুনে আরও ঘি ঢেলে দেওয়া হয়েছে।
আগুন ছড়িয়েছে সর্বত্র।
তুমি আজও রাগে ফুঁসছো, ক্ষেপে উঠছো।
তুমি বলছো, আমি বলছি— "উৎসবে ফিরব না।"
তবু দেখো,
তোমার বুকের এপারে ওপারে মণ্ডপ পরিক্রমা শুরু হয়েছে,
বাজারে ক্রমে ক্রমে ভিড় বেড়েছে।
তুমি নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি।
আমি রোজই তোমার খবর রাখি, অনেক কিছু জানতে পারি
আর ইচ্ছে করলেই কবিতা লিখতে বসি।
এখন এই পুজোর মরশুম, আবহে
আমি ফিরছি তোমার কাছে শীঘ্রই।
আগুনের মাঝেও আমি হাঁটতে চাই তোমার রাস্তায়,
চড়তে চাই তোমার বাস, অটোয়,
চাক্ষুষ করতে চাই নতুন নতুন মণ্ডপ আর পরিজনদের।
অপেক্ষা করো কলকাতা, আমি ফিরছি, আমি ফিরব...
শীঘ্রই, বহু মাসের ব্যবধানের পর।
(০৬/১০/২০২৪)