(এখন সোশ্যাল মিডিয়ায় প্রথম দুটো লাইনের প্রচার হচ্ছে। ২৩ তারিখে একটি ইউটিউব ভিডিওতে এটি শোনার পর আমার মনে একটা কবিতা লেখার ইচ্ছা জেগেছিল। তখনই লিখতে শুরু করে দিই এই কবিতা।
"নতুন আইন পাশ হয়েছে/রিজার্ভেশন নিয়ে—/যোগ্যরা তা বেশি পাবে,/আর যাবে না পিছিয়ে"— এখানে নতুন আইন অনুযায়ী ৯৩ শতাংশ কোটা সংরক্ষণ করে দেওয়া হয়েছে যোগ্যদের জন্য)

বাংলাদেশ, তুমি কেমন আছ?
জানতে চাইছে হাজার প্রবাসী।
তুমি বহুবার পুড়েছো আগুনে,
তবু আমরা তোমায় ভালোবাসি।

বহুদিনের লড়াই শেষে
ছন্দে ফিরতে চলেছ তুমি।
ততদিন তো রক্তস্নাত
হয়েছে এই বঙ্গভূমি।

কোটা সিস্টেমের বিরুদ্ধে
লড়েছে ছাত্রসমাজ,
করেছে সংঘর্ষ— সে সব
ছবিতে ভরেছে কোলাজ।

রাস্তাঘাটে শুধু চিৎকার,
বোমা, টিয়ার গ্যাস।
রাষ্ট্র হয়েছে নীরব সাক্ষী,
হয়েছে সব শেষ।

এসব কথা সবাই জানে,
রাখা হবে মনে।
বাংলাদেশ, তুমি কি কাঁদছ
বসে ঘরের কোণে?

নতুন আইন পাশ হয়েছে
রিজার্ভেশন নিয়ে—
যোগ্যরা তা বেশি পাবে,
আর যাবে না পিছিয়ে।

খবর এসেছে— পরিস্থিতি
হবে স্বাভাবিক।
ছন্দে ফিরবে পোড়া দেশ,
হাঁটবে দিক-বিদিক।

বাংলাদেশ, তুমি কেমন আছো?
প্রশ্ন করছে হাজার প্রবাস।
তুমি এখন স্মরণীয় হও,
তুমি এক নতুন ইতিহাস।


(২৩/০৭/২৪)
রাত পৌনে বারোটা