ভোটের ফলাফল দেখে মন ভারাক্রান্ত।
তবু উত্তাল বাংলার এ প্রান্ত ও প্রান্ত।
এবারও আসেনি রাজ্যে প্রকৃত পরিবর্তন।
আবার দেখতে হলো এক ছবি সমান।
একদিকে বেকারত্ব, যোগ্যদের চাকরি নেই।
অন্যদিকে রাজনীতি একরকম তো আছেই।
রাজনীতি হয় নিয়োগ, শিক্ষা ও রেশন
নিয়ে। তবু এ রাজ্যে হয়নি পরিবর্তন।
এই সমস্ত কিছুর আজ দশ বছর অতিক্রান্ত।
তবু মেতে আছে বাংলার এ প্রান্ত ও প্রান্ত।
তবু সেই সবুজ আবির ওড়ে কলকাতার রাস্তায়।
আজও মনে জাগে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সংশয়।
বাংলা হবে নরকভূমি, ভারতবর্ষ হবে ভাগাড়।
সভ্যতার পথে চলার বন্ধ হয়ে যাবে দুয়ার।
আবার তো দুবছর পর বিধানসভা নির্বাচন।
বাংলা শাসক দলকে চায় না, চায় নবজীবন।
(০৪/০৬/২৪)
মালদা