রাত মানেই ভূতের ভয়।
তার চেয়ে বেশি ভয় করে বাদুড়ে।
দুবার, একই রাতে
টিউশনি থেকে যেই বেরিয়েছি,
অমনিই দেখেছি বাদুড়কে।
একদিন সে হঠাৎ আমার দিকে তেড়ে এসে
তারপর গেছিল উড়ে।
কী যে ভয় করছিল সেদিন,---
বুক কাঁপিয়ে এভাবে উড়ে যায় বাদুড়!
যদি সে আমাকে তাড়া করত,
তবে আমি হয়ে যেতাম
"পপাত চ! মমার চ!"
আর কত মানুষের বুক কাঁপে বাদুড়ের ভয়ে?
আর কতজন স্বচক্ষে বাদুড় দেখেছে রাতে?
আমার জানা দরকার।
তাদের সাথে কথা বলতে চাই আমি।
(২৭/০৯/২০২৩)
কলকাতা