আত্মার কোনো জন্ম হয় না।
আত্মার কোনো মৃত্যু হয় না।
আত্মাকে কখনো আগুনে পোড়ানো যায় না।
এই আত্মা শাশ্বত।
এই আত্মা অমর।
মানুষ যেমন জীর্ণ বস্ত্র ছেড়ে
নতুন বস্ত্র পরিধান করে,
দেহীও তেমন পুরোনো আত্মা ছেড়ে
নতুন আত্মা ধারণ করে।
এমনি করেই চলে জীবন সংসার।
আত্মার কোনো জন্ম হয় না।
আত্মার কোনো মৃত্যু হয় না।
আত্মা চিরকাল শাশ্বত থাকে, হয় অমর।।
(১৪.০৩.২০২২
মালদহ)