(শেষ যে লাইনটা লেখা আছে, তা নিয়ে আমার একটি প্রশ্ন আছে: আর জি কর আবহে এই দুর্গোৎসবের আনন্দ কি থাকবে?)
আশ্বিনের শারদপ্রাতে
সূর্য জেগে উঠেছে,
দিঘির জলে পদ্ম ফুটেছে,
মাঠে দোলা খেয়েছে কাশবন,
গাছ থেকে মাটিতে ঝরে পড়েছে শিউলিরা,
স্বচ্ছ সুনীল শান্ত আকাশে
সাদা সাদা মেঘের পুঞ্জ ভেসে বেড়িয়েছে।
আগমনী তাঁর বার্তা ছড়িয়ে দিয়েছেন,---
তিনি সমস্ত অশুভের বিনাশ করে
নতুন শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসছেন,
ধরণী মাততে চলেছে আনন্দে এই শারদীয়াতে।
(২রা আশ্বিন ১৪২৮
ইংরেজি ১৯শে সেপ্টেম্বর ২০২১)