একদিন আসবেই,—
যেদিন থাকবে না যুদ্ধ,
বারিধারায় পৃথিবী হবে শুদ্ধ।
একদিন আসবেই,—
যেদিন ঘরের তালা খুলে যাবে,
দুঃখ কান্না সবাই ভুলে যাবে।
একদিন আসবেই,—
যেদিন হবে অসুর নিধন,
হবে তার চিরবিসর্জন।
একদিন আসবেই,—
যেদিন পূরণ হবে এই আশা,
ফিরে আসবে প্রাণের ভাষা।
(১১ই অক্টোবর ২০২১)