আমরা ছোটবেলায় শুনেছি—
নিজের দেশকে ভালবাসা হল "দেশপ্রেম"।
কিন্তু আমার প্রশ্ন—
যে দেশ মৃত্যু উপত্যকা, জল্লাদের উল্লাসমঞ্চ, বিস্তীর্ণ শ্মশান,
যে দেশ গণতান্ত্রিক হলেও আসলে অগণতান্ত্রিক,
যে দেশের মানুষ পরাধীন, ভীত সন্ত্রস্ত, অসুরক্ষিত,
যে দেশের সরকার, প্রশাসন
মানুষের কণ্ঠরোধ করে, বিচারের নামে অবিচার করে,
সেই দেশকে কি ভালবাসা যায়?
একে কি আমি বলব দেশপ্রেম?
আমার ঘৃণা হয় এই দেশের প্রতি।
এখন থেকে আমি দেশদ্রোহী, দেশবিরোধী।
যদি আমায় প্রশ্ন করো—
"তবে তুমি কোন দেশকে ভালবাসো?",
আমি বলব—
"আমি আর কোনো দেশকে ভালবাসি না।
না আমেরিকা, না ব্রিটেন, না অস্ট্রেলিয়া...
আর না এই ভারতবর্ষ।
আমি ভালবাসি সেই দেশকে,
যে দেশের প্রতিটি মানুষ সুরক্ষিত, নিরাপত্তাভোগী,
যে দেশে প্রকৃত স্বাধীনতার অবকাশ আছে,
যে দেশে নেই দুর্নীতি, মৃত্যুর ভয়ের আশঙ্কা,
আর যে দেশ ভালবাসার যোগ্য।
একেই আমি বলব দেশপ্রেম।"
(২২/০৯/২০২৪)