আমি চাই এমন পৃথিবী,—
যেখানে থাকবে না
কোনো অত্যাচার, ভবিতব্য, বা গণহত্যা।
অব্যাহত হবে না মৃত্যুমিছিল।
এই পৃথিবীতে চাই —্
একমাত্র শান্তি, আলো, আনন্দ।

আমি চাই এমন মানবজাতি,—
যার মনে থাকবে না
কোনো লোভ, অহংকার, বা রাহু।
অসুন্দর এই পৃথিবীকে সুন্দর রাখতে হলে
চাই লোভমুক্ত, অহংমুক্ত মানুষ।
তাহলে জীবনটাও ভরে উঠবে আনন্দে।
জীবন ভালোভাবে চালানো সম্ভব হবে।

আমি চাই এমন জীবন,—
যেখানে যুগে যুগে কেন?
একশো বছর পরেও কোনো মহামারি আসবে না
আমাদের আক্রমণ করতে, বা দুঃখ দিতে।
থাকবে শুধু
বুকভর্তি নিঃশ্বাস, আনন্দ, ভালোবাসা, মান-অভিমান।


(31.10.2021)