(তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার অনলাইন)

আমেরিকায় যাবে তুমি?
বহু বছর ধরে পড়তে? টাকা রোজগার করতে?
পরিবারকে গর্বিত করে তুলতে? চাকরি পেতে?
আমেরিকা হতে পারে তোমার পরিবারের স্বপ্ন
আর তোমার নতুন জীবন।
কিন্তু ভেবে দেখেছ কি—
সেই আমেরিকা হতে পারে আতঙ্কবাদী বিভীষিকা
তোমার জন্য,
তোমার মতো ছাত্রদের জন্য?
প্রথম শুনলে নাকি?
তোমার মনে কি এক বড় প্রশ্নচিহ্ন অঙ্কিত হল?
হতেই পারে।

এবছর জানুয়ারি থেকে এপ্রিল অবধি
আমাদের দেশের ১১জন ছাত্র মারা গেছে আমেরিকায়।
তাদের সকলেরই বয়স ২৫ বা তার কাছাকাছি।
কেউ মরেছে টাকার লোভে,
কেউ মরেছে হাতুড়ির ঘায়ে,
কেউ মরেছে সম্ভাব্য আত্নহত্যায়,
কারোর মৃত্যুর কারণ রয়ে গেছে অজানা।
কেউ করছিল মাস্টার্স
মেক্যানিকেল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ।
আরো বড় হয়ে তাদের কত কী করার বাকি ছিল—
সে অধরাই থেকে গেছে
তরতাজাগুলির মৃত্যুর সঙ্গে সঙ্গে।
দুঃস্বপ্নে পরিণত হয়েছে
তাদের মা-বাবা-পরিবারের যত বড় বড় স্বপ্ন।

আর আতঙ্কবাদ?
তুমি কি দেখেছ—
গত শনিবার ডোনাল্ড ট্রাম্পকে
তার ভাষণের সময় গুলি করার চেষ্টা করেছিল যে,
সে হঠাৎ তার পর নিহতই হয়ে গেছে।
আব্রাহাম লিংকন-ও মারা গিয়েছিলেন গুলি খেয়ে।
তাকে গুলি করেছিল John Wilkes Booth.
এর আগে কোনো প্রেসিডেন্টকে গুলি খেতে হয়নি।

শুভ দাশগুপ্ত ঠিক বলেছিলেন—
"স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভাল।
অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা।"
তুমি কি বুঝলে কথাটা?
এই শিক্ষার সার্কাস থেকে বেরিয়ে
একটু বাস্তব পৃথিবীটাকে দেখো মন দিয়ে।
তবেই বুঝতে পারবে কথাটার প্রকৃত মানে।
কবিতা না ভালবাসলেও।
আমেরিকায় বা অন্য কোনো দেশে
Higher studies-এর জন্য যাওয়ার আগে
সচেতন হও, সচেতন করে তোলো তোমার সমাজকে।
শুধু শিক্ষা ও চাকরির কথা ভাবলে কি হবে?
জীবনেরও তো কোনো মূল্য আছে নাকি?
এ কথা বললে কি হবে—
"বেঁচে থেকে কী লাভ?"/ "বেঁচে থেকে আর কী করব?"
বাঁচতে হবে, বাঁচাতে হবে সবাইকে।
তবেই তো হবে জীবন পরম সুন্দর।
আর ওই দেশে যাওয়ার আগে
সতর্কতা জারি হওয়া চাই এ গোটা সমাজে।
সে হোক কোনো দেশ, রাজ্য কিংবা রাষ্ট্র।

আরেকটা কথা মনে করিয়ে দেওয়া বাকি আছে—
তুমি শুনেছো কি
বহুদিন আগে বেঙ্গালুরুতে মারা গেছে বাংলার
এক তরুণী নার্সিং ছাত্রী?
এভাবে আরো অনেক তরুণীর মৃত্যু ঘটেছে
রাজ্যের বাইরে পড়তে/ঘুরতে গিয়ে।
তাই ভেবে দেখো—
আমেরিকাতে গিয়ে যদি তোমাকেও মরতে হয়,
তবে কী হবে তোমার সমাজের?
সমাজ কি হীনমন্যতায় ভুগবে? সতর্ক হবে না?
কী হচ্ছে সে কথা ভাববে না?
এ কথা বলবে না—
"সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে"?

অতএব, আমেরিকা হইতে সাবধান।


(১৪.০৭.২০২৪)