ডিসেম্বর মাস।
শীতের কনকনে হাওয়া।
সুখের হাতছানি।
একদিকে ঠাণ্ডা হাওয়া,
অন্যদিকে নানারকম ফুলের বাহার।
বাড়ির ফুলের টবে টবে অনেক ফুল ফুটেছে—
চন্দ্রমল্লিকা,
লাল হলুদ জবা,
গাঁদা ফুল — ইত্যাদি।
ফুল ফুটছে।
খুশি হচ্ছি আমি।
ভীষণ খুশি।
যেন ফুলের বাগানে আছি।
শীতের কী গুণ তা বুঝতে পেরেছি।
অক্ষত থাক এমন শীতকাল।
(12th December 2021)
কলকাতা