সবাই তো বলে—
'নিজের মতো করে বাঁচো।'
'কারোর জন্য আপোষ না করে
মনের সুখে গোটা জীবন কাটাও।'
আমি সেই চেষ্টা করে চলেছি জীবনভর।
আমি বেঁচে আছি আমার মতো করে।
আমি একাকী হতে ভালোবাসি।
আমি থাকি আমার নিজ কর্মে।
আমি কারোর পরোয়া করি না।
আমি কারোর জন্য আপোষ করি না।
'পদ্মপাতায় ফড়িং যেমন
আপনমনে খেলায় মাতে গোটা জীবন',
তেমনি আমিও আপনমনে উল্লাসে মাতি গোটা জীবন।
আমি কারোর কাছে ভালো,
আবার কারোর কাছে ভালো নই।
কেউ বলে, আমার কোনো বন্ধুবান্ধব নেই।
কেউ বলে, আমি কিছুই পারি না।
কেউ আমায় ভালোবাসে।
কেউ আমায় গালাগাল দেয়।
তবু আমি বেঁচে আছি—
  আমার মতন বেঁচে আছি।
সুখ-দুঃখ সয়ে বেঁচে আছি।
আমি আমার মতন।
আমার তুলনা আমি নিজেই।
আমি আমার মতন বেঁচে আছি বলে
জীবনে সাফল্য লাভ করতে পারছি—
তাজন্য আমি গর্বিত।
বুঝতে পেরেছি শুধু এটা—
নিজের মতন বাঁচাটা জীবনে সুখের হাতিয়ার।
আমি নিজের মতন বেঁচে আছি—
এটাই আমার জীবন।
আর কিছু বলার নেই.....


(০৯.০৯.২০২২)