আলোকের এই ঝর্ণাধারায়
ধুয়ে যাক চিরতরে
তোমার আমার সব দুঃখ, সব অন্ধকার।
প্রদীপের আলোয় আলোকিত হোক পৃথিবী।
ছড়িয়ে পড়ুক আলোর দূষণ।
আনন্দে মাতুক ভুবন।
অমাবস্যার রাত
আলোকে আলোকিত রাতে পরিণত হোক,
হোক না আলোকিত।
আলোর এই উৎসবে—
আলোর ঝর্ণাধারায়,
আলোর দূষণে
সমৃদ্ধি ফিরে আসুক।।
(১৯.১০.২০২১)