আমাদের প্রিয় নীল আকাশের বন্ধু কারা?
উড়ে যাওয়া পাখি – যারা উড়ে যায় প্রতিদিন,
তুলোর মতো সাদা মেঘ --  যারা বেশি ভাসে শরতে,
উড়ে যাওয়া ঘুড়ি – যারা ওড়ে বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে,
প্লেন, হেলিকপ্টার – যারাও পাখির মতো প্রতিদিন ওড়ে,
রামধনু – যা আসে একদিনের বৃষ্টি শেষ হওয়ার পর,
ছুঁয়ে যায় মন তার সাত রং দেখলে,
দেখতে রামধনুকে মনে হয়,
যেন তা কোনো ব্রিজের মতো দেখতে,--
সূর্য – যে আমাদের আলো দেয়, আর
বৃষ্টি – যে গাছেদের বড় করে দেয়।

কালো বা রাতের আকাশের বন্ধু কারা?
চাঁদ – যাকে দেখতে রসগোল্লার মতো,
দেখতে আমরা খুব ভালোবাসি,--
আসে পূর্ণিমা রাতে,
শত শত তারা – যাদের দেখতে ডায়মন্ডের মতো,
“টুইন্কেল টুইন্কেল লিটল স্টার”।

(২০২০)