(কবিতাটি লিখেছিলাম কোভিডের সময়ে। আমার কবি-কল্পনায় কোভিড ছিল "করোনাসুর"। কিন্তু আমরা চাই, শুধু করোনাসুর নয়, যত অসুর আজও নারীধর্ষণ করে, তাদেরও বিনাশ হোক। এই আশা নিয়ে আমাদের বেঁচে থাকা, আমাদের প্রতিবাদ, আমাদের পুজো।)

মাগো তুমি আসবে বলেই
প্রতি শরৎকাল জাগে।
মাগো তুমি আসবে বলেই
দোলা খায় কাশবন।
নীল আকাশের বুকে ভাসে
সাদা সাদা মেঘপুঞ্জ।
শিউলি মাটিতে ঝরে পড়ে।
মেতে ওঠে প্রাণ।

পৃথিবী আজও ভরাক্রান্ত,
ভীষন বেদনায় থেকে অশান্ত হয়েছে সে।
আছে মুক্তির অপেক্ষায়।
মুছে গেছে আনন্দ।
পরিজন দূরে দূরে।
মারণ ভাইরাসের আগমনে জীবনটা পুরো যায়।
তার এই ভয়ঙ্কর আগমনে চিন্তা হচ্ছে খুব ---
পুজোটা আবার অন্যরকম হবে, নাকি আগের মতো?

তবুও মুক্তির অপেক্ষায় থেকে
মাগো তুমি আসবে বলেই
পৃথিবী ঘর বাঁধে আশায়, আর প্রার্থনা করে বলে ---
"শুভশক্তির জয় হোক,
অশুভের বিনাশ হোক,
করোনার হোক অবসান,
আবার আনন্দ আসুক ফিরে।
এই লড়াইয়ে মোরা জিতলে জয়ের পতাকা ফের ওড়াব,
ফের বাজুক জয়ধ্বনি।
নেব আনন্দের নিঃশ্বাস।"

মাগো তুমি জাগো, আবার তুমি এসো,
রক্ষা করো মোদের,
এই জগৎটাকে পুরোনো আনন্দে ফিরিয়ে দাও।


(01.09.2021)