(আগস্ট মাসে আর জি করের যে নারকীয় ঘটনা ঘটেছিল, অভয়ার বাবা-মাকে তা অনেক শোকাহত, অসহায় করে তুলেছে। প্রিয় পোষ্য কুকুর/বিড়াল হারালে মানুষ যে যন্ত্রণায় ভোগে, অভয়ার বাবা-মা তাদের একমাত্র মেয়েকে হারিয়ে সেই যন্ত্রণায় আজও ভুগছেন। তাঁদের দুটোই চাওয়া— অবিলম্বে মেয়ের বিচার ও অপরাধী(দের) শাস্তি। এখন তাঁরা ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেছেন— এই লড়াইয়ে আমরা যাতে তাঁদের পাশে দাঁড়াই, যাতে এরকম পাশবিকতা আর কোনো পরিবারের সাথে না হয়। সবাইকে অনুরোধ, আপনারাও তাঁদের পাশে দাঁড়ান, এই অ্যাকাউন্ট-টি ফলো করুন: https://www.facebook.com/share/12Jz56i17TA/
এই নিয়ে একটা কবিতা লেখার প্রয়োজন বোধ করেছি, কারণ আমি বিশ্বাস করি— শিল্প-সাহিত্যের মাধ্যমেও মানুষের পাশে দাঁড়ানো যায়। নিচে কবিতাটি দেওয়া থাকল।)
চার মাস হল— আজও অভয়া বিচারহীন।
এমনি করেই কেটে যাচ্ছে বেশ কটা দিন।
বাবা-মা বড় কষ্টে, ওঁরা যে বড় অসহায়।
শুধু তারাই বুঝতে পারে, যাদের সাথে হয়।
যাদের সাথে হয় না, তারা করতে পারে কল্পনা।
ওঁরা বিচার পাবেন কিনা, এখনো আছে জল্পনা।
এখন দেখি, ওঁরা নিয়েছেন ফেসবুকের আশ্রয়।
একটাই দাবি— "আমার মেয়েটা যেন বিচার পায়।
যারা মেরেছে আমার মেয়েকে, তাদের চাই শাস্তি,
তবেই মেয়ের বিদেহী কালো আত্মা পাবে সোয়াস্তি।
আমরা চাই— আপনারা থাকুন আমাদের পাশে।
তিলোত্তমা থেকে যাবে গোটা দেশের ইতিহাসে।"
এসো সবাই— ওঁদের দিকে হাজার লক্ষ হাত বাড়াই।
থেমে যেন না যায় এই বিচার ছিনিয়ে আনার লড়াই।
আমরা চাই ধর্ষকদের, শাসক দলের পতন।
হোক মানবতার জয়, উড়ুক বিজয় কেতন।
(০৭/১২/২০২৪)