আবার এসেছে আষাঢ় ছেয়ে আকাশ।
কিন্তু কোথায় বৃষ্টি, মেলে না আভাস।
দিনে দিনে দেখছি শুধুই রোদ্দুর—
হাহুতাশ করছে বন থেকে সমুদ্দুর।
এই নিয়েই চলছে দিন, হপ্তা, মাস।
আবার এসেছে আষাঢ় ছেয়ে আকাশ।

বৃষ্টির অভাবে দেখো নিদারুণ ছবি।
বৃষ্টিকে না পেয়ে কেঁদে মরে কবি।
গগনে মেঘ জমবে, বৃষ্টি পড়বে কবে?
কবে রাস্তাঘাট, শরীর জলে ভিজে যাবে?
ভিজতে চায় পেখম মেলে ময়ূর, হাঁস।
আবার এসেছে আষাঢ় ছেয়ে আকাশ।


(১৬/০৬/২৪)
২রা আষাঢ় ১৪৩১