আজকের আবহাওয়াটা একটু অন্যরকম যেন।
মাঝে মাঝে দেখেছি —
রোদ থাকা সত্ত্বেও বৃষ্টিপাত হচ্ছে।
আজ সারাদিন রোদ নেই,
শুধুই নীলিমায় নীলাকাশ
আর তুলোর মতো মেঘ—
শরতের আকাশের মতো হয়েছে আজকের আকাশটা।
নীল আকাশের নীল আলো
বৃষ্টি হওয়া সত্ত্বেও চারিদিক বিস্তার করেছে—
বাড়ির মেঝেতে, বিছানায়,
বারান্দার টেবিলের আয়নায়।
শরতের শুরু থেকেও বুঝি এরকম হয়।
আমি এই বিকেলের আকাশের নীল আলো মেখে
জানলার ধারে বসে কবিতা লিখছি,
তা আবার নীল রঙের কালিতে।
আকাশ যেন সারাদিন সবকিছু নীলিয়ে দিয়েছে।
যদিও এখন সাদা মেঘগুলো ধূসর হয়ে গিয়েছে,
তবু আকাশ নীল আবির মেখেছে।
এই সময়ে, লাইট না জ্বেলে,
জানলার ধারে বসে, নীল আলো মেখে
কবিতা লিখছি আমি।


১৯/০৭/২০২৩)
(বিকেল ৫:৪০)