১৩৪৮ সাল।
শ্রাবণের বাইশতম দিন।
দুঃখজনক সকাল এল।
দুঃখের বৃষ্টি পড়ল।---
মহান কবি রবীন্দ্রনাথের অকাল প্রয়াণে ---
সাহিত্য জগৎ তথা বাঙালি ঝাঁপ দিল জ্বলন্ত আগুনে।
যে রবীন্দ্রনাথ আমাদের কবিতায়, গল্পে, নাটকে
দেখিয়েছিলেন আশার আলো, দিয়েছিলেন অনুপ্রেরণা,
যে রবির প্রতি কবিতায় গল্পে প্রকাশিত হত প্রতিবাদ,
প্রকাশিত হত কয়েকটা প্রেম ও প্রার্থনা,
সেই মহান কবি আর নেই।
তার এই মহাপ্রয়াণে
শোকাহত প্রত্যেক বাঙালি, সাহিত্যের জগতও।
উনি না থাকলেও তাঁর কবিতা গল্প আছে এখনো।
চির অমর হয়ে থাকবে তুমি মহান কবি ও কবিতা।


(১৬ই শ্রাবণ ১৪২৮
ইংরেজি ২রা আগস্ট ২০২১)