এখন
স্বাধীনতা নিয়ে গর্ব করার সময় নয়।
এখন
দেশাত্মবোধক গান শুনে উদ্বেল হয়ে ওঠার সময় নয়।
এখন
স্বাধীনতার আনন্দে পতাকা ওড়ানোর সময় নয়।
এখন কেবল
দুঃখ করার সময়।
এখন কেবল
শোক পালনের সময়।
পূর্ণ স্বরাজের জন্য,
স্বাধীন ভারতের জন্য
যারা জীবন দিয়েছিল,
তাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে।
আজ পূর্ণ স্বরাজ নেই,
স্বতন্ত্র ভারত নেই,
স্বাধীনতা নেই....
সব গেছে হারিয়ে।
এখনো দেশ জুড়ে ইংরেজ শাসনের ছায়া,
দেশ জুড়ে গণহত্যা,
ধ্বংসের আশঙ্কা।
তাহলে
স্বাধীনতা দিবস পালন করে লাভটা কী,
যদি "স্বাধীনতা" বলে কিছুই নেই এ দেশে?
(৩১/০৭/২০২৩)