পিপীলিকা! ও পিপীলিকা!
কত দিন পর তোমার দেখা
শীতের শেষে দ্রুত-সারে
কোনখানে যাও বাসা ছেড়ে?
কহে ফিরি পিপীলিকা,
মিত্র সনে করি দেখা;
আনিব লয়ে পাহাড়-কিনারে
তাই তো চলি ক্ষিপ্র-সারে!
সবে মিলি খাবার ধরি
হর্ষে মোরা নৃত্য করি;
খাবার লয়ে মিলে সবে
ফিরিব বাসায় আঁধার ভবে।
তুমি তো খুব ছোট্ট শিশু!
তাই তো কহি তোমায় কিছু;
কিছু খাবার যাহা রাখিব সঞ্চয়,
ভবিষ্যতের লাগি,আছে ক্ষুধার ভয়।
-------------