মানবজাতির ক্ষমতা প্রশংসনীয়!
  ক্ষুদ্র পুষ্করিণীও কনভার্ট হয় রত্নাকরে,
তার অনিন্দনীয় শুভাশুভ সমীক্ষণ দ্বারা;
পারাপারের পূর্বে সম্মুখে নৌকাডুবির আশঙ্কা
নিভৃতে করে হাতছানি -
তবুও নির্ভীক আমি, পারতেই হবে
তরণী তীরে বাঁধিতে -



               ----------