পৃথিবীতে যখন আমরা 'অ' 'আ' শিখিতে
  আগ্রহ প্রকাশ না করি,
আমাদের চারপাশের মানুষগুলি
তাহা আমাদের শিখাইতে ব্যাকুলতা
প্রকাশ করেন;

পরবর্তীকালে যখন আমরা পড়িব
মনস্থির করি,তখন
এতটাই অস্থির হইয়া ওঠেন
যে, এই বুঝি তাহারা শৈশবের
অবিকৃত অবস্থায় সংরক্ষণরত
বর্ণমালা ভুলিতে বসিয়াছেন।

              -----