'মা' তুই এ যে কেমন সন্তান বানাইলি মোরে!
সুখের দিনে তোর কথা যে,কম পড়ে মোর মনে।
মায়ার বন্ধনে আবদ্ধ যখন হই দিবা-নিশি,
ভাবি না রুদ্ধ হবে যে শ্বাস,গলায় পরেছি ফাঁসি।
সুখ যে শুধু তোরই দান মা,তবুও থাকে না মনে,
সন্তান হয়ে মায়ের কথা ভুলে যাই যে কেমনে!
তবুও যদি ভুল পথে ঘটে প্রবেশ মোর,
তখনই সঠিক পথ দেখিয়ে ফিরাস জীবনের মোড়।
যখন বুঝি, নয়ন দুটি ভাসে চোখের জলে,
করজোড়ে আছড়ে পড়ি,মা ' তোর পদতলে।
তবুও যে মা,তোর কাছে মুই কেবলই দোষমুক্ত,
তোর স্নেহের পরশ মোরে কভু,করে না অতৃপ্ত।