নিস্তব্ধ বিভাবরী! একনিষ্ঠ যবে
চাহি তোর অভিমুখে,
বাঁধ ভাঙ্গা আলোকচ্ছটা উছলিতে
আলোকিত মুখাবয়ব।
হৃদ্য মলিনতা বিলীন হইয়া
ক্ষণিকের তরে হারাইনু চেতনা;
স্নিগ্ধ অনুদ্ধত কিরণচ্ছটার প্রতিফলন
অমলিন দুটি চোখের তারায়;
সদ্য বাস্তব হতে বিচ্ছিন্ন হৃদয়
হারায় গভীর কল্পনার নিবিড় সমাবেশে!
নাহি জানি কিসের টানে, অবুঝ মন
প্রতিবার ছুটিয়া যায় তোর দরবারে;
রাখা নাহি যায় বাঁধিয়া
উদ্ভাসিত,চকিত হৃদয়!
অদ্য অতীতের সর্ব সুখ-যাতনা
বিস্মৃতির আড়ালে;
মুহুর্তে ঘটিল নব যুগের এক
অভিনব স্মৃতির পদার্পণ।