নীল আকাশ ঢেকেছে যে আজ,কালো মেঘের চাদরে,
যেন শীতের সকালে নীলা আছে,ঘুমিয়ে মায়ের আদরে।
বৈশাখ-জৈষ্ঠের দাবদাহে, দগ্ধ শহর ছিল অপেক্ষায়;
ভিজবে কখন!শীতল হবে, আষাঢ়ের বারিধারায়।
অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো,
দগ্ধ শহর! আষাঢ়ের এক আগমন বার্তা পেল;
এলোমেলো হাওয়া বয়ে চলেছে,পাখিরা ফিরছে নীড়ে;
একাকি মাঝি তার নৌকা, বেঁধেছে নদী-তীরে।
শীতল বাতাস ছুঁয়েছে যে মন, ভুলেছে দগ্ধ অতীত;
মাথা নেড়ে যত বৃক্ষ সকলি,ধরেছে আনন্দ সংগীত।