পৃথিবীটা যেন ক্রিকেট খেলার প্রকান্ড এক ময়দান,
প্রত্যেকেই আমরা সেই ময়দানের
এক-একজন খেলোয়াড়;
যেদিন জন্ম নিয়েছি,সেদিন হতেই
টেস্ট সিরিজের সূচনা,
আছে কত বাউন্ডারির উল্লাস
বল মিসিং এর আক্ষেপ;
আবার খেলোয়াড়রা যেমনি খেলতে গিয়ে
বিভিন্নভাবে আহত হন,
তেমনি আমরাও সমাজ-সংসারের চাপে
ক্ষত-বিক্ষত হই;
খেলোয়াড়দের মতন আমরাও একটা সময়
আউট হয়ে যাই,
আর তখন আমাদের প্রত্যেককেই একে-একে
ফিরে যেতে হয় গ্যালারিতে।