মহাজ্ঞানী খুড়ির ছিল একটিমাত্র ছেলে
সেই ছেলেই এখন ব্যারিষ্টার,হল বিলেত ঘুরে।
ছেলেকে নিয়ে বেজায় খুশি, দেমাগ কত খুড়ির
তবে অভাব এখনও আছে,কেবল একটা ছুঁড়ির;
লোক পাঠিয়ে চর্তুদিকে চলছে তারই সন্ধান
মিললে ছুঁড়ি খুড়ির হবে দুঃখ যে খান-খান।
হঠাৎ করেই ছেলে খুড়ির আনল ঘরে বৌ
চর্তুদিকে পড়ল সাড়া,শেষে কিনা ওঔ-
বলল ছেলে মা'গো এখন আয়েশ করার সময়
বৌ নিয়ে আর এখন তোমার সংসারের কি ভয়!
বৌমা তোমার সবই জানা, যা-তা স্মার্ট-
মোবাইল ফোন ধরলে কানে সকলেই কুপোকাত।
ভাবছে বসে মা যে তখন ও'পাড়ার যে খুড়ি
হাড় ক'খানা সম্বল তার, নেই যে কোন জুড়ি
কিছু দিনের মধ্যে যে মা, বুঝল ভীষণ ঘোরে-
ছেলে যে তার কেবল স্বামী,ধরেছে ভীষণ জ্বরে।
আয়েশ-বিলাস মনে এখন নতুন জীবনে খুড়ি
সারাদিনের কাজের শেষে কানে যে সুড়সুড়ি;
দিনের শেষে ঘুমটা যে আর নাই গেছে সে উড়ে,
ভাবনা শুধু কি দেবে কাল ছেলে-নাতির থালি পরে।
_______