অভাব আমার নেই তবুও ভাই
স্বভাবে কাজ করি
কখনও ভাই বাসন মাজি
ঘুরি বাড়ি বাড়ি।

কখনও আবার সমাজ জ্বালাই
ঝাঁঝটা বেজায় ভারি!
দুর্নীতি এত তাই তো যে মোর
নেই কোন আর জুড়ি!

কখনও আবার ভীষণ ঘুমাই
খেয়ে ভুরিভোজে-
পাশে রাখা তামাকটাও
অন্য লোকে সাজে-

স্বভাবে তাই চাকরি খুজি তবুও
মনটা বেজায় খুশি
কখন যে তাই ভেবে না পাই
সেই খুশিতে হাসি

সুখটা তবুও সবার থেকে সেটাই বেশি ভাই
'সম্মান'  যার কেবল শুধুই হারাবার ভয় নাই।


                   _______