শিশুর ন্যায় মন বেচারাও
              বেশ দস্যি;
অশান্ত শিশুকে অনুদ্ধত করতে,
      যেমন খেলনার প্রয়োজন;
তেমনই দস্যি মনকে শান্ত রাখতেও
          খেলনার ই প্রয়োজন।
তবে খেলনাটিও যথাযত হওয়া চাই!

            _________