অনন্ত কল্পনার আকাশ
কালো মেঘহীন,
যেখানে ঘন নীল মেঘেরা
অবাধে হাসে-খেলে;
কখনও আঁধার নামলে
ছোট্ট ছোট্ট তারাদের মৃদু-মন্দ
আলোকে তৎক্ষনাৎ হয়
অন্ধকারমুক্ত।
ভয় কি!
থাক না ভয়, মনের ক্ষুদ্ৰ এক
কোণে পড়ে!
কর্মময় জীবনে ছোট্ট একটি
মোমবাতি হয়ে।
_______