সামনে মানুষ কতই মহৎ ,
          গোপনে দেখে স্বার্থ;
যতই চেনা কষ্ট তত ,
            কেবলই যে চায় অর্থ।


               ---------