বহু পথ ঘুরে
     বহু দ্বারে আঘাত হানিয়া
     ফিরি আপনার ঘরে, দেখি
আপন সকলে মৌখিকতায়, তিক্ত অন্তরে
      এ হেন তিক্ততা রুধিতে হলে,
বাসিতেই হবে ভালো যাহা,তাহা আপনারে।


               ------------