অজ্ঞাতসারে যাহারা জীবন রে তোর
করিবে দুর্বিষহ;
নিকটে আসিয়া তাহারা তোরে
বিলাইবে সহানুভূতি অহরহ।
ভাবিয়া সুহৃদ তাহাদিগকে করিলে আলিঙ্গন,
ধূলি-ধূসরিত দেখিবি রে মন
জীবনের প্রাঙ্গণ।
জীবন বৃক্ষের এক-একটি অনর্ঘ পত্র যখন
ঝরিবে অনাদরে,
দেখিবি রে মন নিকটে যে আর
কেহ নাই তোর তরে।
তাই তো বলি মন রে তুই
করিবি সহানুভূতি বর্জন,
ঈশ্বরে আপন ভাবিবি কেবল
নহে কেহ প্রিয়জন।