ভাবি, এই বুঝি রাজহংসী মন
       দুগ্ধ নিকালো এখন;

   পড়ে রাশি জল
         পাত্রপূর্ণ অতল;

    দেখি, যা ছিল মনের ভ্রম
           দূর হল সর্বে ক্ষণ;

    পুরাশিক্ষা ভোলে মন
           নবরূপে শিখন-ই জীবন।



                _______