মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী জীব
তাই মানুষই অন্যের অনিষ্টের প্রচেষ্টায়
আত্মবলিদান হতে ভালোবাসে!
নিজের শক্তি সম্পর্কে জানবার
ফুরসত কোথায়!
অন্যের অনিষ্ট করবার মতন মহৎ কর্ম
পৃথিবীতে বোধ করি খুব কমই আছে!
আর এই মহৎ কর্মটিরই অপর নাম
সমাজ সংসার চালানো,
যাহা মানুষেরই সৃষ্টি।
--------------