ভবের ঘরে দারুন লীলা, নিত্য নতুন ভয়,
পুত্র থেকেই প্রাপ্তিযোগ,কন্যা থেকে নয়!
        
        বামা কাঁদে ঘরের কোণে,
         শিশুকন্যা যায় ডাস্টবিনে।
        
          পুত্র হাসে খিলখিলিয়ে
          সোহাগ-আদর মেলে।

সাধু-সজ্জন সকলেই,নয় তো অপরাধী
ভিড় করেছে সব ঘরেতেই দুরারোগ্য ব্যাধি।


                       --------