আনমনা সচক্ষে দেখি বিজ্ঞাপন যবে
নোবেল প্রস্তুতকারী লক্ষ কর্মী নেবে!
     প্রাপক-সংখ্যা বাড়তে পারে
     যাঁরা কথায় কথায় গুল মারে,
তাঁদেরই মধ্যে হবেন যাঁরা সুদক্ষ ভবে!


                  ----------