সারাবছর এই দেশেতেই ইংরেজি চর্চা করি
মাতৃভাষা লয়ে গর্বিত হই একুশে ফেব্রুয়ারি।
ইংরেজি-টা না জানাটা দারুণ অপরাধ-
বাংলা যা জেনেছি তা অনেক,এবার থাক!
চিন্তনে মোর মাতৃভাষা কখন যেন হাসে!
করলে হেলা আমায় এবার,থাকবে না কেউ পাশে;
উচ্চশিক্ষার সকল স্তরে আমার স্থান অক্ষুন্ন
আমার সনে মিত্রতাতে হবে না মান ক্ষুন্ন।
----------